N I R O G

For People

নীরোগ কী ও কেন?

মানবকল্যাণে ব্যবহারের জন্য সম্পূর্ণ অলাভজনক একটি ডিজিটাল অ্যাপ ‘নীরোগ’।

গরীব, অসহায় রোগাক্রান্ত ব্যক্তি এবং দাতার (ডোনার) মধ্যে সেতুবন্ধ তৈরির মাধ্যম এটি।

আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছেন, যারা নানাবিধ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অনেকেই অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না।

সামর্থ্যবান, যাঁরা ওইসব অসহায় রোগীর পাশে দাঁড়াতে চান, আর্থিকভাবে সহযোগিতা করতে চান, ‘নীরোগ’ তাদের দুই পক্ষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে।

সাহায্যপ্রার্থীর প্রোফাইল

আমজাদ আলী [CODE : N23-01]

সমস্যা : কিডনি-ব্যাধি

চিকিৎসকরা জানিয়েছেন, আমজাদের দু'টি কিডনিই অকেজো। এখন একমাত্র বিকল্প- কিডনি প্রতিস্থাপন।

আমজাদ আলী [CODE : N23-01]

সমস্যা : কিডনি-ব্যাধি

চিকিৎসকরা জানিয়েছেন, আমজাদের দু'টি কিডনিই অকেজো। এখন একমাত্র বিকল্প- কিডনি প্রতিস্থাপন।

মো. আরিফ হোসেন [CODE : N23-02]

সমস্যা : Blunt Trauma Abdomen

চিকিৎসকরা জানিয়েছেন, আমজাদের দু'টি কিডনিই অকেজো। এখন একমাত্র বিকল্প- কিডনি প্রতিস্থাপন।

মো. আরিফ হোসেন [CODE : N23-02]

সমস্যা : Blunt Trauma Abdomen

চিকিৎসকরা জানিয়েছেন, আমজাদের দু'টি কিডনিই অকেজো। এখন একমাত্র বিকল্প- কিডনি প্রতিস্থাপন।

সাহায্যপ্রার্থীর আবেদন প্রক্রিয়া

অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছেন না, তাঁরা ‘নীরোগ’ অ্যাপের মাধ্যমে আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারবেন। সেজন্য রোগীর নিজের অথবা রোগীর পক্ষে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, (শিশুদের ক্ষেত্রে জন্মনিবন্ধন কার্ড এবং বাবা-মার জাতীয় পরিচয়পত্র), রোগের ধরন ও চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র, রোগীর ছবি বা ভিডিও বার্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশপত্র এবং অর্থ গ্রহণের জন্য ব্যাংকের অথবা বিকাশ/নগদ/রকেট ইত্যাদির তথ্য সংযুক্ত করে রেজিস্ট্রেশন করবেন।

অ্যাপ ডাউনলোড করুন

আবেদন যাচাই প্রক্রিয়া

১. রেজিস্ট্রেশন জমা হওয়ার পর ‘নীরোগ’ টিম সব কাগজপত্র ও তথ্য প্রাথমিকভাবে যাচাই-বাছাই করবে। সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবে। ২. ‘নীরোগ’-এর স্বেচ্ছাসেবক প্রতিনিধি রোগীর/রোগীর স্বজনের পাঠানো তথ্য সরাসরি স্থায়ী ঠিকানায় গিয়ে যাচাই করবে। ৩. ‘নীরোগ’-এর চিকিৎসক উপদেষ্টাগণ আবেদনকারীর রোগের ধরন ও চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে অনুমোদন দেওয়ার পর রোগীর প্রোফাইল ‘নীরোগ’ অ্যাপে অন্তর্ভুক্ত করা হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তহবিল সংগ্রহের জন্য প্রচারণা চালাবে।

অ্যাপ ডাউনলোড করুন

দাতারা (ডোনার) কীভাবে সাহায্য করবেন?

১. আবেদনকারীর জীবনবৃত্তান্তের পাশাপাশি রোগীর বর্তমান অবস্থা এবং চিকিৎসা-সংক্রান্ত যাবতীয় তথ্য ‘নীরোগ’ অ্যাপে উন্মুক্ত থাকবে। আগ্রহী সন্মানিত দাতারা ‘নীরোগ’ অ্যাপে প্রবেশ করলে আবেদনকৃত সব রোগীর প্রোফাইল দেখতে পাবেন। ২. ‘নীরোগ’ অ্যাপের মাধ্যমে দাতারা সরাসরি রোগী অথবা রোগীর পরিবারের সদস্য/স্বজনের সঙ্গে যোগাযোগ করে যাচাই-বাছাই শেষে সামর্থ্য অনুযায়ী যেকোনো আবেদনকারীর প্রোফাইলে দেওয়া বিকাশ/নগদ/ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য করতে পারবেন।

অ্যাপ ডাউনলোড করুন

বিশ্বস্ততায় পথচলা

১. আবেদনকারী কত টাকা সাহায্য পেয়েছেন তা সপ্তাহের প্রতি শুক্রবার ‘নীরোগ’ অ্যাপে আপডেট করতে নীরোগ টিমকে জানাতে হবে। যথাযথভাবে আপডেট না করলে প্রোফাইল বাদ দেওয়া হবে।

২. রোগীর চিকিৎসা শেষ হলে বা চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হলে পরিবারের সদস্য বা স্বজনকর্তৃক প্রোফাইলে সেই তথ্য আপডেট করতে নীরোগ টিমকে জানাতে হবে।

প্রতি মাসের প্রথম সপ্তাহে ‘নীরোগ’-এর স্বেচ্ছাসেবক-প্রতিনিধি রোগীর বর্তমান অবস্থা এবং বিকাশ/নগদ/ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া আর্থিক অনুদানের বিবরণী (স্টেটমেন্ট) যাচাই-বাছাই করবে। রোগীর প্রোফাইলে দেওয়া কোনো তথ্য ভুল/অসত্য প্রমাণিত হলে আবেদনকারীর প্রোফাইল বাদ দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনকারী এবং অনুদান দাতা-উভয়কেই প্রতারক থেকে সাবধান থাকতে হবে। প্রতারক চিনবেন যেভাবে-

১. প্রতারক আপনার সঙ্গে যোগাযোগ করে প্রথমে খোঁজ-খবর নেবে; আপনি ওমুক সরকারি/বেসরকারি সংস্থা থেকে একটি আর্থিক ফান্ড পেয়েছেন, এ জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কিছু ফি লাগবে ইত্যাদি বলবে।

২. কেউ বলতে পারে, ভুল করে আপনার বিকাশ/নগদ/ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেছে, ফেরত দিন।

৩. চিকিৎসার জন্য কিছু টাকা পাঠাব, আপনার বিকাশ/নগদ অ্যাকাউন্টের পিন বলুন ইত্যাদি।

দাতা এবং আবেদনকারীর মধ্যে আর্থিক লেনদেন-সংক্রান্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ‘নীরোগ’ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ‘নীরোগ’ সরাসরি কোনো অর্থ সংগ্রহ বা সরবারহ করবে না। আবেদনকারী রোগী/স্বজন এবং দাতার মধ্যে সরাসরি সম্পর্ক তৈরির মাধ্যমে মহৎ ও মানবিক কাজে অংশ নেওয়াই ‘নীরোগ’ অ্যাপের উদ্দেশ্য।